নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৩:১৫। ১ জুলাই, ২০২৫।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনায় আরো দুটি এসটিএস

মার্চ ২৫, ২০২৩ ৪:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো দুটি আধুনিক সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস)। শনিবার বিকেলে নগরীর সপুরা ও পবাপাড়া এলাকায় এসটিএস দুটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে এসটিএস দুটি ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি ফিরেই শিক্ষার্থীর আত্মহত্যা

নতুন দুটি যোগ হওয়ার পর রাসিকের আধুনিক এসটিএসের সংখ্যা হলো ১২টি। আধুনিক এসব এসটিএসের কারণে বাইরে খোলা স্থানে বর্জ্য থাকবে না। ফলে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার আরো উন্নয়ন সাধিত হবে। নতুন দুটি এসটিএসের উদ্বোধনের সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।