নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:১৮। ৪ জুলাই, ২০২৫।

রাসিকের ভ্রাম্যমান আদালতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক

নভেম্বর ৬, ২০২৪ ৭:৪২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে ১৫টি লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা আটক করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

এ সময় রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ইং অর্থ বছরের নবায়ন করতে হবে। যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা এই নগরীতে চলাচল করে তাহলে সে সকল গাড়ি আটক করে ডাম্পিংসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে ব্যাটারিচালিত অটো রিক্সা ও অটোরিক্সার লাইসেন্স নবায়ন ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারায় ১৫টি মামলা দায়ের করে ১৫ জনের নিকট হতে ১ হাজার ৮শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযানকালে আটককৃত ১১টি চার্জার রিক্সা ও ৪টি অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যূত্থান শহীদদেরা আমাদের প্রেরণা: অধ্যাপক মুজিবুর রহমান

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।