নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:২২। ২৯ আগস্ট, ২০২৫।

রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

আগস্ট ২৮, ২০২৫ ১০:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই মশাল মিছিল বের করেন তারা। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারি গিয়ে মিছিলটি শেষ হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৩

এসময় শিক্ষার্থীরা নানান স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে একজন শিক্ষকও মিছিলে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের যে তিন দফা দাবি তা যৌক্তিক। সেই যৌক্তিক দাবির জন্য তারা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। দাবি না মানায় সকল প্রকৌশলী শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেন। সেখানে তাদের ওপর পুলিশ হামলা করে আহত করেন। তারা পুলিশের এই হামলার বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার: গ্রেপ্তার ১

এ সময় শিক্ষার্থীরা আবারও তাদের তিনদফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে; ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে; দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের সবাইকে উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।