নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৪:৫৬। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রুয়েটে শুরু হয়েছে বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কোর্স

জুলাই ২৪, ২০২৫ ১০:০৪
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বায়ু শক্তি বিষয়ক তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ (আইইইএস) আয়োজনে এই শর্ট কোর্সের উদ্বোধন করা হয়। ‘হার্নেসিং দ্যা উইন্ড: এ্যানালিটিক্যাল, নিউমেরিক্যাল অ্যন্ড এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচেস টু উইন্ড এনার্জি’ শীর্ষক এই কোর্সে অংশগ্রহণ করেন ১০৮ জন শিক্ষক, শিক্ষার্থী সহ বায়ু শক্তি নিয়ে কাজ করেন এমন প্রতিনিধিবৃন্দ। প্রথম দুই দিন একাডেমিক প্রশিক্ষণ শেষে কোর্সের তৃতীয় দিন অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে হাতে-কলমে এবিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

রিসোর্স পার্সন হিসেবে কোর্স পরিচালনা করবেন রুয়েটের পাশাপাশি চীন, অস্ট্রেলিয়া ও সুইডেনের মোট ৭ জন স্বনামধন্য গবেষক। যাদের মধ্যে রয়েছেন, রুয়েটের আইইইএস’র পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, চীনের সিনচিয়াং প্রদেশের হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহাবুব আলম, অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ড. হারুন চৌধুরী, রুয়েটের আইইইএস’র সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ, সুইডেনে অবস্থিত লিংকোপিং ইউনিভার্সিটি এন্ড সিমেন্স এনার্জির আনান আশরাবি আনান্নো এবং রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মিম মাশরুর আহমেদ।

আরও পড়ুনঃ  ‘ক্ষমতা থাকলে বিশ্বকাপ, অলিম্পিকে পাকিস্তান ম্যাচ বাতিল করে দেখাও’

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি’র (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইএস’র সহযোগী অধ্যাপক ড. মাহাদী হোসেন মাসুদ।

আরও পড়ুনঃ  নিহত পাইলটের বাড়ি রাজশাহী, স্বজনদের নেওয়া হলো ঢাকা

প্রসঙ্গত, কোর্সের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতা ও গ্রুপ ডিসকাসনের সুযোগ রয়েছে। যার মধ্য দিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে অংশগ্রহণকারীদের। তিন দিনব্যাপী কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।