নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:২৪। ১৪ মে, ২০২৫।

রোহিঙ্গা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪ ***

অক্টোবর ৬, ২০২০ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনবাংলা, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত হয়েছেন বেশ কয়েকজন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে রোহিঙ্গা শিবিরের বাসিন্দারা। পরে, এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু দ্দৌজা।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে ১২.৭৮ কেজি গাঁজা, বিপুল পরিমাণ সিগারেট ও নগদ অর্থ উদ্ধার: মা-ছেলে গ্রেপ্তার

তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। তারই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ অক্টোবর ৩ জন রোহিঙ্গা মৃত্যু হয়।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলেও জানান সামছু দ্দৌজা। অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের গলাকাটা ও অপর ৩ জন গুলিবিদ্ধ। এ ঘটনায় একজন আনসার সদস্য আহত হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক ডিআইজি নুরুল ইসলামের সহযোগী আল-মামুন আটক

এর আগে, গেল রবিবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে তিন রোহিঙ্গা নিহত এবং সাত রোহিঙ্গা আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ক্যাম্পের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ৯ রোহিঙ্গাকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছে থেকে চারটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।