নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৭:১৩। ২ জুলাই, ২০২৫।

রোহিত-কোহলিকে বিদায় জানাতে বিশেষ আয়োজন অস্ট্রেলিয়ার!

জুন ১৩, ২০২৫ ৬:৩৯
Link Copied!

অনলাইন ডেস্ক : কিছু দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকা অবশ্য মাঠ থেকে বিদায় নিতে পারেননি। সর্বশেষ আইপিএল চলাকালে হঠাৎ তারা এমন ঘোষণা দিয়েছিলেন। তবে তাদের জন্য এবার ব্যাতিক্রম এক উদ্যোগ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ভারতীয় দুই তারকার জন্য একটি আনুষ্ঠানিক বিদায় আয়োজনের পরিকল্পনা করছে সিএ। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। চলতি বছরের শেষ দিকে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এমন আয়োজন করা হতে পারে।

আরও পড়ুনঃ  নাইনে পড়া মেয়েটা যে কখন প্রেমিকা থেকে স্ত্রী হয়ে গেল : কাঞ্চন

এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ধারণা করা হচ্ছে এই সফরই হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত ও কোহলির শেষ সিরিজ।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব : নাহিদ ইসলাম

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘ভারত থেকে যেসব মানসম্পন্ন খেলোয়াড় আসছেন, তাদের কথা ভাবলে এটাই হতে পারে শেষ সুযোগ, যখন আমরা বিরাট কোহলি বা রোহিত শর্মাকে আমাদের দেশে খেলতে দেখতে পারি। এটা নিশ্চিত নয়। তবে যদি সত্যি হয়, আমরা অবশ্যই তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদানের স্বীকৃতি দিয়ে দারুণভাবে বিদায় জানাতে চাই।’

আরও পড়ুনঃ  বাগমারা উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

‘প্রায় দুই দশকে এই প্রথম অস্ট্রেলিয়ার প্রতিটি রাজধানী শহর ও অঞ্চল আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। প্রতিটি শহরের জন্য আলাদা মার্কেটিং পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি।’-যোগ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।