নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৫১। ২ জুলাই, ২০২৫।

লম্বা সময়ের জন্য ইউনাইটেডে আরও এক ব্রাজিল তারকা

জুন ১৩, ২০২৫ ৪:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : অ্যান্টনি ম্যাথিউসকে ধরা হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাজিলের বড় হতাশার নাম। অথচ স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে (লোন) খেলতে গিয়েই নজরকাড়া পারফরম্যান্সে তিনি ফের আলোচনায় আসেন। তবে আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো এখনও ইউনাইটেডের ভরসার পাত্র। এরই মাঝে নতুন করে ২৬ বছর বয়সী সেলেসাও ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে তারা দলে নিয়েছে।

সদ্য সমাপ্ত মৌসুমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের হয়ে ঝলক দেখিয়ে নজর কাড়েন এই উইঙ্গার। এরপর বেশ কিছুদিনের জল্পনার পর গত ১ জুন ইউনাইটেড কুনহার ভিসা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। গতকাল (বৃহস্পতিবার) ইউনাইটেডের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত ৫ বছরের চুক্তিতে সই করেছেন কুনহা। চুক্তিতে তিনি চাইলে সেটি আরও এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবের শহীদেরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে : ধর্ম উপদেষ্টা

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে উলভস থেকে আনা হয়েছে রিলিজ ক্লজ ৬২.৫ মিলিয়ন পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৩৯ কোটি টাকা। ওল্ড ট্রাফোর্ডের নতুন ঠিকানায় যোগ দিয়েই কুনহা ক্লাবটিকে আবারও ‘সর্বোচ্চ চূড়ায়’ নিতে চান বলে জানিয়েছেন। চুক্তি অনুযায়ী এক বছরের মেয়াদ বৃদ্ধির সুযোগের পাশাপাশি সপ্তাহে আড়াই কোটি টাকা (দেড় লাখ পাউন্ড) পাবেন ২৬ বছরের এই ফরোয়ার্ড।

ম্যানচেস্টার ইউনাইটেডে যুক্ত হওয়ার প্রতিক্রিয়া কুনহা বলেন, ‘ইউনাইটেডের খেলোয়াড় হতে পারার অনুভূতি ভাষায় প্রকাশ করা আমার জন্য কঠিন। ছোট থাকতেই যখন ব্রাজিলে আমি দাদির বাসায় টিভিতে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতাম, তখন থেকেই ইউনাইটেড আমার পছন্দের দল ছিল এবং স্বপ্ন ছিল এক সময় আমি এই লাল জার্সি গায়ে তুলব। আমার এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিবারসহ সবাইকে ধন্যবাদ দিতে চাই।’

আরও পড়ুনঃ  গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থাকে ৩ কোটি ডলার অনুদান যুক্তরাষ্ট্রের

‘সতীর্থদের জানতে এবং আসন্ন মৌসুমের প্রস্তুতিতে প্রাক-মৌসুম শুরু করার জন‍্য আমার তর সইছে না। আমার সব মনোযোগ এখন কঠোর পরিশ্রম করে দলের গুরুত্বপূর্ণ সদস‍্য হওয়া এবং দলকে শীর্ষে ফেরানোর দিকে’, আরও যোগ করেন কুনহা।

আরও পড়ুনঃ  আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

গত মৌসুমটা একদমই ভালো কাটেনি ইউনাইটেডের। এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়ে রুবেন অ্যামোরিমের হাত ধরে বদলে যাওয়ার আভাস পুরো মেলেনি। ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ইউনাইটেড ১৫তম হয়। অন্যদিকে, ২৬ বছর বয়সী কুনহা গত মৌসুমে উলভারহ‍্যাম্পটনের হয়ে সবমিলিয়ে করেছেন ১৭ গোল ও ৬ অ্যাসিস্ট। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনি ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।