নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৮:৪৬। ১৫ মে, ২০২৫।

লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

লালপুর প্রতিনিধি : প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নাটোরের লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে শনিবার ২৫ ফেব্রুয়ারি লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, আনসার ভিডিপি কর্মকর্তা, খামারি মকসেদ আলী প্রমুখ।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার চন্দন কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন লালপুর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) মোঃ রনি ইসলাম। বক্তব্য শেষে অতিথি বৃন্দ গবাদিপশু ও পাখির স্টল পরিদর্শন করেন। স্টলে গরু- মহিষ, ছাগল, হাঁস- মুরগি- কবুতর, ময়না-টিয়া- ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পাখি স্থান পেয়েছে। বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।