নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। ভোর ৫:৪১। ১৫ জুলাই, ২০২৫।

লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

জুলাই ১৪, ২০২৫ ১০:৩২
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছন থেকে সব বগি খুলে বগি রেখে প্রায় ৪০০ গজ সামনে চলে যায়। ঘটনার আধা ঘণ্টা পর ইঞ্জিনটি পুশ ব্যাক করে পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করে ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে আজিমনগর স্টেশন অতিক্রমকালে সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি বগি বিচ্ছিন্ন করে সামনে এগিয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর সাড়ে ১১টার দিকে ট্রেনটি আবারও রাজশাহীর উদ্দেশে যাত্রা করে। ট্রেনের যাত্রী শিক্ষার্থী মুক্তাদির আলম বলেন, ‘আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ বগি থেমে যায়। পরে দেখি ইঞ্জিন বগি রেখে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ইঞ্জিন এসে বগি নিয়ে রাজশাহী উদ্দেশে যাত্রা শুরু করে। তখন সাময়িক সময়ের জন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।’ প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি খুলে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিনটি বগি থেকে প্রায় ৪০০ গজ দূরে চলে যায়। প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে আবার বগি নিয়ে রাজশাহীর দিকে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টার জীবন বৈরাগী বলেন, ‘আজ সোমবার সকাল ১০টা ৫৭ মিনিটে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন পাটিং হয়ে যায়। পরে সাড়ে ১১টার দিকে ওই ইঞ্জিন এসে বগি লাগিয়ে আবার রাজশাহী অভিমুখে যাত্রা শুরু করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।