নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:২৭। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

শবনম ফারিয়ার বিয়ে, রইল ১০ ছবি

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৫:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : কেউ বলছেন গোপনে, আবার কেউ বলছেন না জানিয়ে— হাজারো ভক্ত-অনুরাগীদের হঠাৎই বিয়ের খবর জানিয়ে চমকে দিলেন আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। তার কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে সয়লাব তাদের বিয়ের ছবি।

চলুন তবে দেখে নেওয়া যাক- অভিনেত্রীর জীবনের অন্যতম এই বিশেষ মুহুর্তগুলো…

শোনা যায়, দুই পরিবারের উপস্থিতিতে ছোট আয়োজনেই বিয়ে সারেন শবনম ফারিয়া। শুক্রবার সন্ধ্যায় সুসংবাদটি গণমাধ্যমে নিজেই ভাগ করে নেন অভিনেত্রী নিজে।

পরে সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তার কিছুক্ষণ বাদেই সামাজিক মাধ্যমে দেখা মেলে শবনম ফারিয়ার বিয়ের ছবি। আর তা হু হু করে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীকে দেখা মেলে পাত্রের সঙ্গে; বিয়ের সাজে।

আরও পড়ুনঃ  ইসরাইল গাজা সিটিতে স্থল হামলা শুরু করেছে

ফারিয়ার বিয়ের খবর জানার সঙ্গে অনেকে উৎসুক হয়ে পড়েন বরের পরিচয় জানতে। জানা গেছে, রাজশাহীর ছেলে তানজিম তৈয়বকে বিয়ে করেছেন ফারিয়া। অস্ট্রেলিয়ায় পড়াশোনা তার, সম্পন্ন করেছেন স্নাতকোত্তর। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন।

শোনা যায়, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি মসজিদে বিয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় খেজুর ও বাদাম। নেটিজেনরা এই সাদামাটা আয়োজনের খবর আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় কোটি টাকার স্বর্ণবারসহ এক পাচারকারী আটক

শবনম ফারিয়ার বিয়েতে অতিথি সংখ্যা কম থাকলেও শোবিজের কিছু পরিচিত মুখকেও দেখা যায়। বিয়ের আয়োজনে যোগ দিয়েছিলেন মডেল পিয়া জান্নাতুল।

তবে বলা বাহুল্য, এই বিয়েতে শবনম ফারিয়া ও তার বরের সাজে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। দুজনেই রঙ মিলান্তি করে পরেছেন অফ হোয়াইট পোশাক।

ফারিয়ার পরনে হালকা কাজের লেহেঙ্গা, যেখানে দেখা গেছে সূক্ষ্ম সিলভার-গোল্ডেন এম্ব্রডারির ঝলক। মাথায় একই রঙের ওড়না, যা নরম জালের মতো কাপড়ে তৈরি এবং বর্ডারে ঝলমলে কাজ করা। গহনার মধ্যে রয়েছে একাধিক সোনার নেকলেস, কানের দুল, টিকলি, নথ- এনে দিয়েছে এক রাজকীয় লুক।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিএনপির মতবিনিময় সভা

অন্যদিকে বরের সাজে অফ-হোয়াইট রঙের পাঞ্জাবি ও পায়জামা, সঙ্গে হালকা বেজ বা ক্রিম টোনের কোট। সাদামাটা হলেও কোটের নিখুঁত কাট এবং পরিপাটি স্টাইল তাকে মার্জিত ও ক্লাসিক লুক দিয়েছে।

সব মিলিয়ে, তাদের দুজনের এই পোশাকের রঙের সামঞ্জস্যে ছিমছাম লুক তাদের বিয়ের আবহকে শান্ত করে দিয়েছে; যা অনেকের কাছে চোখের শান্তি হিসেবেও লেগেছে।

তবে এটিই প্রথম বিবাহ নয় শবনম ফারিয়ার। এর আগে ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। সে সময় তিনি একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।