নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৭:৪৬। ২০ মে, ২০২৫।

‘শাকিবের সাথে কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার’

মে ১৯, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের শোবিজ অঙ্গনে এখনও বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে অনেকদিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় নায়িকাকে। আবার মাঝে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় ছিলেন এই ঢালিউড কুইন।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস বলেন, ‘আজকে আমার র‍্যাম্প ওয়ার্ক ছিল ভালো লেগেছে বরাবরের মতোই, নতুন কাজের জন্য আমিও অপেক্ষা করছি তার নিজেকেই পরিবর্তন করেছি, সকলেই দোয়া করবেন যাতে যে লক্ষ্য নিয়ে কাজটা করার জন্য নিজেকে প্রস্তুত করছি, তা করতে পারি। আমি চাচ্ছি একদম প্রপার একটা সেই অপুবিশ্বাস যেটা আপনারা চান দর্শকরা চাই সেটা যেন আমি প্রেজেন্ট করতে পারি।’

আরও পড়ুনঃ  নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ চেয়ে বিএনপির স্মারকলিপি প্রদান

শাকিবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নতুন অনেক নামকরা ডিরেক্টররা কাজ করেছে, ইয়াং জেনারেশন তারা চেঞ্জ করছে পাশাপাশি মেগাস্টার শাকিব খান উনি উনার অক্লান্ত পরিশ্রম করছে। শাকিব খান কি করছে সেটা আসলে বলা খুব মুশকিল তান্ডব দিয়ে তো সে আসলে প্রমাণ করে দিবে। একবাক্যে বলব জাস্ট সুপার সো প্রাউড।’

আরও পড়ুনঃ  চার ক্লাবের লড়াই শেষে যে ডিফেন্ডারকে পেল রিয়াল মাদ্রিদ

তার কথায়, ‘শাকিব খান একটা বার্তা দিয়েছিল অনেক বছর আগে আপনাদেরই চ্যানেলের সামনে আমিও দেখেছি যে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হবে তো সেটা আসলে উনি কাজে রূপান্তরিত করে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে।’

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান

অপুর ভাষ্যে, ‘ওনার সাথে এখন কাজ করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এত কাজ করার পরেও আমি বলব অপু বিশ্বাস সৌভাগ্যের ব্যাপার।’ শাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বলেন, দেখা যাক এটার জন্য আসলে প্ল্যানিং দরকার, প্রযোজনা প্রতিষ্ঠান দরকার, গল্প দরকার। সবকিছু ম্যাচ করলেই আসলে আসা সম্ভব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।