নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:০১। ৭ আগস্ট, ২০২৫।

শান্তাকে হোটেলে ডাকিনি, তাকে চিনিই না— বললেন রাজীব

আগস্ট ৬, ২০২৫ ৮:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : গত ২৮ জুলাই বাংলাদেশি সন্দেহে ভারতের কলকাতায় গ্রেপ্তার হন মডেল শান্তা পাল। বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে কলকাতা পুলিশ।

গ্রেপ্তারের পর থেকেই বিষয়টি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার দাবি অনুযায়ী শোনা যায়, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এর প্রতিযোগী ছিলেন এই মডেল; টালিউডের অনেকের সঙ্গে নাকি ওঠাবসা ছিলো তার। এরই মধ্যে শোনা গেল এই মডেলকে নিয়ে এক বিস্ফোরক খবর।

আরও পড়ুনঃ  ভোলাহাটে যুবক-যুবতীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শান্তা অভিযোগ মতে ভারতীয় গণমাধ্যমের খবর, টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন; হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখে পড়েন রাজীব। বললেন, ‘আমিও শুনেছি। শান্তা নামের এক নারী বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে যাই আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।’

আরও পড়ুনঃ  ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লাখ

পরিচালক এও বলেন, ‘এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে; যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’

আরও পড়ুনঃ  রামেবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত

এদিকে বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের; কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।