নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। বিকাল ৪:৪৪। ৩ ডিসেম্বর, ২০২৫।

শার্শা-বেনাপোল বাসির মাঝে চিরস্মরনীয় হয়ে থাকবেন ইউএনও নাজিব হাসান

নভেম্বর ২৯, ২০২৫ ৩:২১
Link Copied!

মনির হোসেন, বেনাপোল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা আনতে ড.ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল শুরু করেছে। জেলা এবং উপজেলা প্রশাসকগণ এ তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। সমগ্র দেশের ন্যায় ইতোমধ্যে যশোর জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ উপজেলা প্রশাসনে নবাগতরা যোগদান শুরু করেছেন। যশোর জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলায়ও এর ব্যাতিক্রম হয়নি। বদলি করা হয়েছে খুলনা বিভাগের শ্রেষ্ট খেতাব প্রাপ্ত শার্শা উপজেলার ইউএনও ডা.কাজী নাজিব হাসান’কে। দক্ষ এই ব্যাক্তির বদলিতে শার্শা বাসি মর্মাহত।

যশোর জেলার শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা. নাজিব হাসান একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা। পাশাপাশি তিনি একজন এমবিবিএস খেতাব প্রাপ্ত চিকিৎসক। এমন একজন দক্ষ এবং গুণী ব্যাক্তী খুব কমই এসেছে শার্শা উপজেলার প্রশাসনিক পদে। গত ১ বছর যাবৎ তিনি শার্শা উপজেলা এবং বেনাপোল পৌরসভার দায়িত্ব ভার পালণ করেছেন। বহুল আলোচিত হয়ে শার্শা-বেনাপোল সাধারণ মানুষের আশার বাতিঘর হিসেবে বিবেচিত হয়েছেন।

যে কোনো প্রয়োজনে, দুর্যোগে কিংবা সংকটে তাকে পাশে পেয়েছে শার্শাবাসী। তিনি শুধু একজন ইউএনও নন, ছিলেন একজন আপনজন। মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আস্থায় ভর করেই সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

শার্শা উপজেলার দায়িত্বভার গ্রহণে তার বয়ঃসীমা হয়েছিল মাত্র ১ বছর। পাশাপাশি তিনি বেনাপোল পৌরসভার পৌর প্রশাসক হিসেবে কাজ করেছেন। সামান্যতম এই কর্ম পরিসীমায় তিনি বৃহত্তর শার্শা উপজেলা সহ বেনাপোল পৌরসভাকে আধুনিকায়ন করে তুলেছিলেন। এমন মানবিক অফিসার সাধারণত দেখা যায় না। মানুষের অসুবিধার কথা শুনলেই তিনি সাড়া দিতেন সদয় হয়ে। সরকারী সাহায্য পৌঁছে দিতেন অকাতরে। মানবতার বন্ধু ছিলেন। সৎ ,কর্মঠো, নিরহঙ্কার ও ন্যায়বাদি ছিলেন তিনি। এমন অফিসার পাওয়া ভাগ্যের ব্যাপার। সমস্যা নিরসন ও উন্নয়ন ছিল তার স্বভাব । তিনি আমাদের জাতীয় সম্পদ। তাঁর জন্য মানুষের প্রাণ কাঁদবে।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে দোয়া-মাহফিল

সাম্প্রতিক কালে শার্শা-বেনাপোল এলাকায় তার মাধ্যমে বাস্তবায়িত উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি’র কথা মনে পড়ে গেল– বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শার্শা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে উন্নয়ন কাজ গুলো টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা।

বেনপোল পৌরসভা ও একটি এনজিওর যৌথ উদ্যোগে বেনাপোল ইউনিয়ন পরিষদের সামনে যশোর-বেনাপোল হাইওয়ের পাশে ও বেনাপোল বাজার সংলগ্ন এলাকায় একটি ‘আর্সেনিক ও আয়রন মুক্ত পানির প্ল্যান্ট’ স্থাপন করা। যেখান থেকে পথচারী ও এলাকাবাসীরা আর্সেনিক মুক্ত বিশুদ্ধ খাবার পানি পান ও সংগ্রহ করতে পারবেন।

শার্শা উপজেলার প্রত্যেক ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ডেকোরেটিভ টাওয়ার লাইট স্থাপন।

শার্শার হাবিবুর রহমান বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের সুবিধার্থে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে কালভার্ট ও নতুন রাস্তা নির্মান।

ডেংগু প্রতিরোধে বেনাপোল পৌরসভার উদ্যোগে বেনাপোল চেকপোস্ট, বাস টার্মিনাল এলাকায় মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে এলাকায় এলাকায় লিফলেট বিতরণ।

বেনাপোল পৌর বলফিল্ড ঈদগাহ ময়দানের জন্য সংশ্লিষ্ট ঈদগাহ কমিটির কাছে মুসুল্লিদের নামাজের জন্য বেনাপোল পৌরসভার পক্ষ হতে চার হাজার ফিট নামাজের কার্পেট প্রদান।

আরও পড়ুনঃ  রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপে

বেনাপোলে এক নবজাতক শিশুকে নদীর পাড় থেকে অভিভাবকহীন অবস্থায় উদ্ধার করা এবং শিশুটিকে দত্তক পরিবারের কাছে হস্তান্তর।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধনী ম্যাচে শার্শা উপজেলার প্রতিনিধিত্ব করা।

RUTDP প্রকল্পের আওতায় ‘ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি:’, বাংলাদেশ নৌ বাহিনীর সাথে বেনাপোল পৌরসভার চুক্তি স্বাক্ষর।

বেনাপোল পৌর ভবন- বাহাদুরপুর রোড, বড় আঁচড়া- দৌলতপুর রোড,বড় আঁচড়া – ছোট আঁচড়া লিংক রোড,ড্রেন নির্মান, স্ট্রিট লাইট স্থাপন ইত্যাদী কাজগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়।

শার্শা উপজেলার ২৯ টি দুর্গাপূজা মন্ডপে বাংলাদেশ সরকারের পক্ষ হতে মন্ডপ প্রতি ৫০০ কেজি করে চালের উপ-বরাদ্দ প্রদান করা হয়।

বেনাপোল আন্তর্জাতীক পৌর গেইটে কলেমা তৈয়বা(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ) লেখা স্থাপণ(রঙ্গিন বাতি সম্বলিত)।

শার্শা উপজেলার জামতলা এলাকার একজন প্রতিবন্ধী মহিলার প্রতারণা শিকার হয়ে তার হুইল চেয়ার হারানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনের নজরে আসলে। আজ, শার্শা প্রশাসনের পক্ষ হতে তাকে একটি হুইল চেয়ার ও তার পরিবারকে চাল,ডাল,তেল,চিনি,লবন ইত্যাদি সহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

শার্শা উপজেলায় যেসকল শিক্ষার্থীবৃন্দ উচ্চমাধ্যমিক স্তরে বিভিন্ন কলেজ/মাদ্রাসায় ভর্তি হয়েছে,পারিবারিক দারিদ্র্যতার কারণে যদি কোন শিক্ষার্থী ‘পাঠ্যবই’ কিনতে না পারে, তাদের জন্য পাঠ্যবই ক্রয়ে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার পক্ষ হতে সার্বিক সহায়তা করা হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দরে মালামাল চুরির অভিযোগ: সৌদি আউট‑পাস ‘ব্যাগেজ ব্যবস্থাপনা’ দায়ী বললেন বেবিচক

শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের গেটম্যান বিহীন অননুমোদিত রেল ক্রসিং এর কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পারাপার ঝুকিপূর্ণ ছিল। শার্শা উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে এই অস্থায়ী গেটটি স্থাপন করা হয়। স্কুল আরম্ভ ও ছুটির সময় এখানে গেট ম্যানের ব্যবস্থাও করা হয়।

২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন ও হজের প্রশিক্ষণ বিষয়ে শার্শা উপজেলায় সম্মানিত মুসুল্লি, ইমাম সাহেব, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে শার্শা উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শার্শার মুসুল্লিদের মাঝে সরকারি ব্যবস্থাপনায় হজ্ বিষয়ে সম্যক জ্ঞান প্রদান করা হয়।

শার্শা উপজেলায় যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ‘কেয়ার গিভিং’ এবং ‘গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, Ai, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন ‘ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করণ।

শার্শা উপজেলার শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।

শার্শা উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

ক্যান্সারে আক্রান্ত বেনাপোলের ছোট্ট শিশু রাফিয়া (৬ বছর)’র চিকিৎসার জন্য শার্শা উপজেলা প্রশাসন তার পরিবারের পাশে দাঁড়ায়।

শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহাদুরপুর বাওড় ডিসি ইকো পার্কে চালু হয়েছে ‘বোট ক্লাব’,

শার্শা এবং বেনাপোল বাজারে হাই মাস টাওয়ার লাইট স্থাপন।

গত ১ বছরে এরকম হাজারো কাজের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে শার্শা এবং বেনাপোল এলাকায়। এমন গুণী ব্যাক্তির বদলি,মণ থেকে মেনে নিতে পারছেন না শার্শা বাসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।