স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৪১তম ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের সাথে আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়ের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শুরুতেই আগত নবীন কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং উক্ত পরিচিতি সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পরিচিতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
সভায় কমিশনার মহোদয় নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, “আপনারা দেশের মেধাবী সন্তান। পুলিশের দায়িত্ব অত্যন্ত পবিত্র ও চ্যালেঞ্জিং। জনগণের আস্থা অর্জনই আপনাদের প্রথম কাজ। শৃঙ্খলা, সততা ও নিষ্ঠা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, পুলিশ মানে জনগণের সেবক। প্রযুক্তি-নির্ভর স্মার্ট পুলিশ গঠনে আপনাদের সৃজনশীল চিন্তা, উদ্যম এবং নতুন দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে হবে। সভায় পুলিশ কমিশনার নবীন কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
সভা শেষে পুলিশ কমিশনার মহোদয় শিক্ষানবিস পুলিশ সুপারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।