অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানোডে সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ঘোষিত সেই স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দলে যোগ করা হয়েছে কিউনা মাফাকাকে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকা। দল হারলেও এই সিরিজে বল হাতে দারুণ পারফর্ম করেছেন মাফাকা। এমন পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তিনি। প্রথমবার ঘোষিত ওয়ানডে স্কোয়াডে জায়গা না পেলেও, এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অবশ্য এর আগেও দেশের জার্সিতে ওয়ানডে খেলেছেন মাফাকা। এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। দুই ওয়ানডেতে পেয়েছেন ৫ উইকেট।
টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। কেয়ার্নসে মঙ্গলবার শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে শুক্র বার ও রবিবার।
দক্ষিণ আফ্রিকা দল :
টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কিউনা মাফাকা।