নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ১:৪৬। ১৬ মে, ২০২৫।

শ্রেষ্ঠ এসআই চাঁপাইয়ের জাহাঙ্গীর ও এএসআই করিম

নভেম্বর ১৭, ২০২২ ৭:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: পুলিশের রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত জাহাঙ্গীর আলম। আর রেঞ্জের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত আবদুল করিম।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১২ মামলার পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএইচএম.আবদুর রকিবের দিকনির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহানের পর্যবেক্ষণে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ সার্বিক মূল্যায়নে অক্টোবর মাসের জন্য শ্রেষ্ঠত্ব লাভ করেছেন তারা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইদ-উল-আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

বুধবার পুলিশের রাজশাহী রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ সভায় রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই আব্দুল করিমের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।