নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ২:৪৬। ১২ জুলাই, ২০২৫।

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা

জুলাই ১১, ২০২৫ ৯:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : এক মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ডিগ্রি পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর শামীমা আক্তার। শামীমার এমন অর্জনে পরিবার, শিক্ষকরা আনন্দিত। কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে।

শামীমা আক্তার রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছেন।

আরও পড়ুনঃ  ইয়েমেনে তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শামীমা আক্তারের স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি বাগমারার বাইগাছা গ্রামে। সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির প্রথম সন্তান শামীমা।

জানা গেছে, শামীমা বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন শামীমা। তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চান। শামীমাকে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ২০২২ শিক্ষাবর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নেয় শামীমা। সে সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে। শামীমা পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে।

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার লেখা পড়ায় ভালো। সে আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে। তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। আমরা তার আগামীর সফলতা কামনা করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।