নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৪৮। ১৩ নভেম্বর, ২০২৫।

সরকার শিগগিরই বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেবে : ড. সালেহউদ্দিন

নভেম্বর ১২, ২০২৫ ১০:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বডি ক্যামেরা ক্রয়ের বিষয়ে সরকার আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, “বডি ক্যামেরা ক্রয়ের বিষয়ে কয়েকটি বাকি কাজ সম্পন্ন হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব। আশা করছি, আগামী এক-দুই দিনের মধ্যেই—সম্ভবত আগামীকাল বা পরশু—বিষয়টি চূড়ান্ত হবে।”

বুধবার বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়াবলী সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির দুটি পৃথক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়ার কিছু প্রাথমিক কাজ এখনো চলমান রয়েছে।

প্রক্রিয়া বিলম্বের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) অনুযায়ী সময়সীমা সংক্ষিপ্ত করে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়।

তিনি বলেন, “সাধারণত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগে। তবে আমরা পিপিআরের বিধান অনুযায়ী প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। প্রস্তাব প্রস্তুত হলে আমরা দ্রুত এগিয়ে যাব।”

তবে তিনি কতসংখ্যক বডি ক্যামেরা কেনা হবে বা কোন কোন সংস্থা সেগুলো পাবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু ইঙ্গিত দেন যে, অপারেশনাল প্রয়োজন ও জবাবদিহিতা বিবেচনা করে ক্রয়কে অগ্রাধিকার দেয়া হবে।

জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশ সদস্যদের ব্যবহারের জন্যই এই বডি ক্যামেরাগুলো কেনা হবে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মাধ্যমে এ ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে, যাতে গুণগত মান, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।