নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ১০:০১। ৪ জুলাই, ২০২৫।

সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন

জুলাই ৩, ২০২৫ ১০:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাইয়ের অগ্রগামী বীর যারা, জুলাইয়ের শহীদ পরিবার, জুলাইয়ের আহত ও যারা কারাবন্দি হয়েছিলেন; তাদের ওপর নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হয়েছে, তা অপসারণে সরকারকে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দিচ্ছে তথ্য মন্ত্রণালয়

আখতার হোসেন বলেন, ‘দেশব্যাপী নানা নাশকতা করার চেষ্টা চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর কয়েক দিন বিস্ফোরণ ঘটানো হয়েছে। গণসংহতি আন্দোলনের অফিসের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের সহযোদ্ধাদের ওপর পটিয়ায় নৃশংস কায়দায় পুলিশ হামলা করেছে। প্রতিটি ঘটনাকে আলাদা করে বিবেচনা করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে এনসিপির নেতাদের গ্রহণ করেছে, সেখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি: যতই ককটেল-বোমা বিস্ফোরণ ঘটানো হোক। এনসিপির নেতৃত্ব থেকে, আদর্শ থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে আলাদা করা যাবে না।’

আরও পড়ুনঃ  'পাখির গ্রামে' আসছে না পাখি

তিনি বলেন, পুলিশ প্রশাসনে, সিভিল প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারীদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তাদের দ্রুত খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  সংস্কার কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন অব‍্যাহত থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

আখতার বলেন, ‘আমরা আশা করি জুলাইয়ের বার্তা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ভূমিকা পালন করবে।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।