নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:৪২। ৯ মে, ২০২৫।

সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশে নীতি বাস্তবায়ন করা -তথ্য ও সম্প্রচার সচিব

মে ৮, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীদের প্রধান কাজ আইন অনুযায়ী দেশে নীতি বাস্তবায়ন করা। মামলা পরিচালনা ও অন্যান্য কাজে সংশ্লিষ্ট আইন জানা থাকলে দায়িত্ব পালন সহজ হবে। আমরা যদি মামলায় হেরে যাই তবে ব্যক্তিগত দায় এসে যায়। ব্যক্তিগত দায় থেকে রক্ষা পেতে আইন সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক।

আজ (৮ মে) সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক এক কর্মশালা ভার্চুয়ালি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, যেকোনো বিষয়ে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। উচ্চ আদালতের অনেক বিষয় সম্পর্কে আমাদের জানা নেই। ব্যক্তিগত মামলার পাশাপাশি আমাদের বিভাগীয় মামলার সম্মুখীন হতে হয়। বিভাগীয় মামলার ক্ষেত্রে আইনকানুন ও মামলা পরিচালনার পদ্ধতি না জানার ফলে অনেক সময় আদালত অবমাননা থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনায় অনেক ক্ষতি হয়ে যায়। এ ধরণের কর্মশালার মাধ্যমে আমরা আমাদের দপ্তরের আইনকানুন সম্পর্কে জানবো এবং আমাদের মামলা-মোকদ্দমাগুলো মোকাবেলা করব।
তিনি বলেন, একটা মামলা হয়ে যাওয়ার পরে যেভাবে প্রস্তুতি নিতে হয় অর্থাৎ আমি কীভাবে সময় নেব, কীভাবে আইন কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করব সে বিষয়ে জানতে হবে। এসময় তিনি আইনের মধ্যে থেকে অপতথ্য বা গুজব প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ন্যায়পরায়ণতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ মো. মাসুদ পারভেজ কর্মশালায় সঞ্চালনাসহ প্রতিপাদ্য বিষয়ে সেশন পরিচালনা করেন। অনলাইনে আরও যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মি।

রাজশাহী পিআইডি, এ বিভাগের জেলা তথ্য অফিসসমূহ এবং বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মশালায় অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।