নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:২০। ১৬ অক্টোবর, ২০২৫।

সরকারি বিধি-বিধান শতভাগ মেনে চলতে হবে : প্রধান তথ্য অফিসার

অক্টোবর ১৫, ২০২৫ ৪:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, সরকারি চাকরিতে নিযুক্ত থাকাকালীন সরকারি বিধি-বিধান পুরোপুরি মেনে চলতে হবে। অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।

আরও পড়ুনঃ  শিক্ষকদের ওপর “পুলিশি হামলার” প্রতিবাদে শার্শায় কর্ম বিরতি

আজ (১৫ অক্টোবর) রাজশাহী পিআইডি আয়োজিত গণকর্মচারীদের ৬০ জনঘণ্টা প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধান তথ্য অফিসার বলেন, নাগরিকদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে এবং সরকারি কাজে শৃঙ্খলা বজায় রাখতে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম বিধি-বিধান প্রণয়ন করে। এসব বিধান মেনে চললে কাজে যেমন স্বচ্ছতা থাকে জনগণও তেমন কাক্সিক্ষত সেবা পায়।

আরও পড়ুনঃ  ১৫ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

এ সময় তিনি নবীন কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

রাজশাহী পিআইডির কর্মকর্তা-কর্মচারীরা এ অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।