নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৫২। ১০ আগস্ট, ২০২৫।

সাংবাদিক তুহিন হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

আগস্ট ৯, ২০২৫ ৯:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ও আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরের রেলগেট চত্বরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে একটি মানববন্ধন হয়।

আরও পড়ুনঃ  বিয়ে করার একদম ইচ্ছে নেই : তানিয়া বৃষ্টি

এতে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব, বরেন্দ্র প্রেসক্লাব,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা ও জাতীয় সাংবাদিক সংস্থা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে রেলগেট থেকে নিউমার্কেট হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল বের হয়।

আরও পড়ুনঃ  ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন : সিইসি

এরপর দুপুর ১২টায় নগরের সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে আরেকটি মানববন্ধন হয়। এতে অন্যান্য সাংবাদিক সংগঠনগুলোও একাত্মতা প্রকাশ করে অংশ নেয়। সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।