নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৪:৪৭। ১৯ জুলাই, ২০২৫।

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পেল দল

জুলাই ১৮, ২০২৫ ৯:৪৬
Link Copied!

অনলাইন ডেস্ক : ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচেও দলের হয়ে ব্যাট হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব আল হাসান। ফ্যালকন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন এই বাংলাদেশি ব্যাটার। তবে আজও ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি।

ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।

আরও পড়ুনঃ  লালপুরে বগি রেখে চলে গেল ট্রেনের ইঞ্জিন

সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল।

আরও পড়ুনঃ  আমার দেশ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াবে না: মাহমুদুর রহমান

এর আগে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সাকিব করেছিলেন ৮ বলে ১৩ রান। এ ছাড়া বল হাতে ২ ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।