নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৪:১৫। ১৬ নভেম্বর, ২০২৫।

সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

নভেম্বর ১৬, ২০২৫ ১২:৪৫
Link Copied!

অনলাইন ডেস্ক : সাভারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসে থাকা চালক আগুনের তাপ অনুভব করে লাফিয়ে নেমে প্রাণে বেঁচে যান।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকার আরিচামুখী লেনে এ ঘটনা ঘটে।

সাভারে আগুনে পোড়া বাস

বাসচালক সেলিম জানান, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত হয়। শ্রমিকদের নামিয়ে রাতে গেন্ডা ইউটার্নে পার্ক করে রাখা হয়। পরে হঠাৎ বাসের পেছনের অংশে আগুন ধরে গেলে তিনি ঘুম থেকে জেগে লাফিয়ে বেরিয়ে আসেন।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে বাসে আগুন লেগেছে, তা তদন্তে জানা যাবে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসের পেছনের অংশে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।