নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৫:৪৮। ২৮ আগস্ট, ২০২৫।

সামাজিক চেতনা হামিরদী যুব শক্তি সংগঠনের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৫ ৭:১০
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : সামাজিক চেতনা হামিরদী যুব শক্তি সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন দলকে একটি মোটর সাইকেল ও রানার আপ দলকে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় খেলোয়ারদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছোট হামিরদী গোপিনাথপুর একাদশ টাইব্রেকারে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এ ফাইনাল খেলায় পুরো ৯০ মিনিট টানটান উত্তেজনায় মেতেছেন উপস্থিত দর্শক। একইসাথে, এ ফুটবল খেলা সামাজিক ম্যাধ্যম ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এতে করে, দেশ ও দেশের বাইরে থাকা ফুটবল প্রেমী সকলেই ভীষণ চমৎকার ভাবে খেলাটি উপভোগ করেছেন। ম্যাচের নির্ধারিত সময় গোল শুন্য থাকায় ম্যাচটি টাইব্রেকারের মাধ্যমে সমাপ্ত হয়। টাইব্রেকারে ১ম পার্টি শুটে উভয় দলই চারটি করে গোল করে। পরে, উভয় দল একটি করে শুট করার সুযোগ পায় এ সময় ছোট হামিরদী গোপিনাথপুর একাদশ ১-০ গোলে মাঝিকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে- প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান মোল্লার পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও সহ-সভাপতি হাফেজ মাহবুবুর রহমান চ্যাম্পিয়ন ও রানার আপ দলের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ।

‎এ সময় উপস্থিত ছিলেন- ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ, মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, পৌর শাখার সভাপতি হাফেজ ক্বারী নুর মোঃ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদ হাসান, হামিরদী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মহিউদ্দীন, তুজারপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহিদুর রহমান, আলগী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।