নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ২:২৫। ১০ মে, ২০২৫।

সামাজিক বিরোধ নিরসনে করণীয় নিয়ে মতবিনিময়

সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে সামাজিক বিরোধ নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারী সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও আতিকুল ইসলাম।

সিসিবিভিওর ঊর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। সিসিবিভিওর পক্ষে কি-নোট উপস্থাপন করেন মূল্যায়ন ও আইটি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার, গোদাগাড়ী মডেল থানার তদন্ত কর্মকর্তা শম্ভু চন্দ্র রায় ও গোদাগাড়ী উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।