নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সন্ধ্যা ৬:২০। ৩১ আগস্ট, ২০২৫।

সারাদেশে আবারও বৃষ্টির আভাস

জুলাই ১৩, ২০২৫ ১১:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : সারাদেশে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপের প্রভাবে রোববার সকাল থেকেই কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুনঃ  নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, যত টাকা লাগবে

শনিবার দেশের ২৮টি আবহাওয়া স্টেশনে বৃষ্টিপাত হয়নি। তবে রাতের দিকেই রাজধানীসহ কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। রাজধানীতে ১৫ মিলিমিটারের মতো বৃষ্টি রেকর্ড করা হয়।

আরও পড়ুনঃ  বাবার সামনে এক ভাইয়ের চোখ তুলে নিল অন্য দুই ভাই

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আবার বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহজুড়েই বৃষ্টির প্রবণতা থাকবে, তবে তা একটানা নয়। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুনঃ  হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

তবে এই বৃষ্টির মধ্যেও তাপমাত্রা খুব একটা কমছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। আফরোজা সুলতানা বলেন, ‘এ সময়কার বৃষ্টির বৈশিষ্ট্যই এমন– বৃষ্টি হলেও গরম কমে না।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।