নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৮:২৩। ৩১ আগস্ট, ২০২৫।

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৬৮

জুলাই ১৩, ২০২৫ ১১:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১০৫৭ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৫১১ জন।

আরও পড়ুনঃ  গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা

রোববার (১৩ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার (১২ জুলাই) সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫১১ জন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাকসুর ভোটার তালিকা থেকে প্রথম বর্ষকে বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।