নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:১৬। ১৮ মে, ২০২৫।

সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের ২৫ বছরের কারাদণ্ড

মে ১৭, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২২ সালে নিউইয়র্কের চাটাকোয়া ইনস্টিটিউশনে সাহিত্যিক সালমান রুশদির উপর হামলার দায়ে অভিযুক্ত হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। চাটাকোয়া কাউন্টি আদালতের বিচারক ডেভিড ফোলি শুক্রবার এই রায় ঘোষণা করেন।

নিউইয়র্ক থেকে এএফপি জানায়, ২৭ বছর বয়সী নিউ জার্সির বাসিন্দা মাতার রুশদিকে মঞ্চে ১৫ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এই হামলায় রুশদি তার ডান চোখের দৃষ্টিশক্তি হারান এবং তার লিভার ও স্নায়ুতন্ত্রে মারাত্মক ক্ষতি হয়। এছাড়াও, সহ-আলোচক হেনরি রিসও আহত হন।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান

আদালতে মাতারকে দ্বিতীয় ডিগ্রির হত্যাচেষ্টার জন্য ২৫ বছর এবং দ্বিতীয় ডিগ্রির হামলার জন্য ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা একসাথে চলবে।

মাতার তার অপরাধের জন্য অনুতপ্ত না হয়ে রুশদিকে দোষারোপ করেন এবং বলেন যে তিনি রুশদির কথাবার্তাকে ‘বুলিং’ হিসেবে দেখেছেন। তিনি আরও বলেন যে, তিনি রুশদির বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর কয়েক পৃষ্ঠা পড়েছেন মাত্র।

আরও পড়ুনঃ  রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেইনি রুশদির বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেন, যেখানে রুশদির মৃত্যুদণ্ডের আহ্বান জানানো হয়। এই ফতোয়ার প্রেক্ষিতে রুশদি দীর্ঘ সময় গোপনে জীবনযাপন করেন।

২০২৪ সালে রুশদি তার নাইফ নামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন, যেখানে তিনি এই হামলার বিস্তারিত বিবরণ দেন। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান যে বেঁচে আছি। আমার প্রধান অনুভূতি কৃতজ্ঞতা।’

আরও পড়ুনঃ  হুথি ক্ষেপণাস্ত্র ঠেকানোর পর ইয়েমেনি বন্দর এড়িয়ে চলার আহ্বান ইসরাইলের

মাতার বর্তমানে ফেডারেল পর্যায়ে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগের মুখোমুখি, যার মধ্যে হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে। এই মামলার বিচার ভবিষ্যতে অনুষ্ঠিত হবে।

এই হামলার ঘটনাটি বিশ্বজুড়ে সাহিত্যিক ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।