নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ২:০৯। ১৬ মে, ২০২৫।

সিন্ধু পানি চুক্তি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি : শেহবাজ শরীফ

মে ১৫, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : সিন্ধু পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ১৯৬০ সালে হওয়া এই চুক্তি ভাঙার কথা যেন নয়াদিল্লি চিন্তাও না করে । এই দিন নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শেহবাজ বলেছেন, ভবিষ্যতে সংঘাতের পথ বেছে নিলে পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত।

ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হলেও কূটনৈতিক পর্যায়ে নীরব যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। সম্প্রতি নয়াদিল্লি-ইসলামাবাদ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার তারই প্রমাণ।

এর মধ্যেই গত ১৩ মে, মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন বুধবারই তার জবাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪৪ কোটি টাকা, বাংলাদেশ কত পাচ্ছে?

ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান মারসুসে’ অংশ নেয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে যান শেহবাজ। এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি।

এই সময় শেহবাজ শরীফ বলেছেন, ‘নরেন্দ্র মোদি যদি ভবিষ্যতে সংঘাতের পথ বেছে নেন তবে পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, ‘মোদি সাহেব, আপনি যদি আবারও সেই পথ বেছে নেন, তাহলে শাস্তি পেতেই হবে। আপনি আগেও এমন চেষ্টার মূল্য দিয়েছেন, আবারও কিছু করলে আমরা প্রস্তুত থাকব। যদি আবার হামলার কথা ভাবেন, তাহলে যা বাকি আছে তাও ধ্বংস হয়ে যাবে।’

আরও পড়ুনঃ  প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি : রাজশাহী বিভাগীয় কমিশনার

সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়েও ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, ‘১৯৬০ সালে যেই পানি চুক্তি হয়েছিল, সেটি ভাঙার কথা যেন চিন্তাও না করে। এসময় শাহবাজ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশটির শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা ভেবে ভুল না করে।’

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে। গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর এর জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

আরও পড়ুনঃ  বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জাপানের বাণিজ্য-শিল্প প্রতিমন্ত্রীর বৈঠক

পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এবং আন্তর্জতাতিক তদন্তের আহ্বান জানায়। দেশটি আরো জানায়, তারা ভারতের একতরফাভাবে সিন্ধু চুক্তি স্থগিতের বিষয় আন্তর্জাতিক আইনি পদক্ষেপের দারস্থ হবে। পাকিস্তানের কৃষি সেচের ৮০ শতাংশ আসে সিন্ধু পানি চুক্তির মাধ্যমে।

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে কয়েকদিনের প্রাণঘাতি পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির গুরুত্বপূর্ণ চুক্তিটি স্থগিতই রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।