নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ১:৩১। ১৬ মে, ২০২৫।

সিল্কসিটি এক্সপ্রেসের ১৫৬ যাত্রীকে জরিমানা

নভেম্বর ১৮, ২০২২ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ১৫৬ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। টিকিট না কেটেই তারা ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নিজেই বৃহস্পতিবার এই ট্রেনে অভিযান চালিয়েছেন।

আরও পড়ুনঃ  দিঘির টেন্ডার নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

তিনি জানান, সাপ্তাহিক ছুটির আগে বৃহস্পতিবার ট্রেনটিতে প্রচুর যাত্রীর চাপ ছিল। তখন বিনাটিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করা হয়। শুধু টাঙ্গাইল স্টেশনে নামবেন এমন টিকিট বিহীন যাত্রীই পাওয়া গেছে ৭০ জন। জরিমানাসহ তাদের কাছ থেকে টিকিটের টাকা আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা : আমবাগান থেকে মরদেহ উদ্ধার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যও বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। জরিমানাসহ ভাড়া চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে বিষয়টি তাকে বুঝিয়ে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ দিন মোট ১৫৬ জনের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্যসহ ৩৮ হাজার ২২৫ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।