নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৯:০৯। ১ জুলাই, ২০২৫।

সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার

জুন ১০, ২০২৫ ৪:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি জেলার বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা। সোমবার দিবাগত মধ্যরাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। মঙ্গলবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, নিহত ছাদেক আলী (৪৫) আসামি কামালের সৎ ভাই। নিহত ছাদেক পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। পারিবারিক নানা বিষয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। গত ১৩ মে বিকেলে ছাদেক তিনি ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তাঁর স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলো জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

পরে ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে দশটা থেকে পৌনে বারোটার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল পূর্বপরিকল্পিতভাবে ছাদেককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হত্যা করেন এবং তাঁর মরদেহ আমবাগানে ফেলে রেখে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  খামে ভরে ইউপি সদস্যদের ঘুষ দেয়ার অভিযোগ ইউএনও প্রভার বিরুদ্ধে

র‌্যাব জানায়, ঘটনার পর নিহত ছাদেক আলীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র‌্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৭ দিন পর সোমবার দিবাগত রাতে জেলার গোদাগাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।