নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৪৫। ১৫ মে, ২০২৫।

হাওয়াইতে ভয়াবহ দাবানল, ৩৬ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্সঃ হাওয়াই যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির মাউই দ্বীপ। দাবানলে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। চার হাজারের মতো পর্যটক আটকা পড়েছেন। মাউইর স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে বলেছে, আগুন নেভানোর কার্যক্রম চলমান থাকার পরও ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  উত্তেজনা এড়াতে ভারত ও পাকিস্তানকে ‘জোরালো’ আহ্বান চীনের

বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে দাবানল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বাতাসে মাউই দ্বীপের দাবানল অনেক বেড়ে গেছে। এমনকি হাওয়াই দ্বীপপুঞ্জের অন্যতম প্রধান দ্বীপ বিগ আইল্যান্ডেরও কিছু অংশে দাবানল পৌঁছে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের সড়কপথ।

আরও পড়ুনঃ  সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত হলো ভারত-পাকিস্তান

এ ছাড়া দ্বীপটিতে যারা বেড়াতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল করা হয়েছে। দাবানলের আগুন থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়েছে মাউই দ্বীপের অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ। হাওয়াইয়ের দাবানলকে কেয়ামতের সঙ্গে তুলনা করছে স্থানীয় গণমাধ্যমগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।