স্টাফ রিপোর্টার : রাজশাহীর ৫৩ জন ব্যক্তি তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন। জেলা পুলিশ তাদের ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছে। বুধবার জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সবার কাছে মোবাইল ফোনগুলো বুঝিয়ে দেয় পুলিশ।
অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরিফুল ইসলাম মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল হারানোর পর ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।