নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৪৩। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

হারিয়ে যাওয়া ফোন ফিরে পেলেন রাজশাহীর ৫৩ জন

সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ৫৩ জন ব্যক্তি তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন। জেলা পুলিশ তাদের ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে দিয়েছে। বুধবার জেলার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সবার কাছে মোবাইল ফোনগুলো বুঝিয়ে দেয় পুলিশ।

আরও পড়ুনঃ  রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস আলম

অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরিফুল ইসলাম মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল হারানোর পর ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল অভিযান চালিয়ে এসব ফোন উদ্ধার করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

আরও পড়ুনঃ  ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না: সালাহউদ্দিন

হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।