নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:২৯। ১৬ জুলাই, ২০২৫।

হেরোইন পাচারের সময় রাজশাহীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুলাই ১৫, ২০২৫ ৫:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : যাত্রীবেশে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় রাজশাহীতে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। র‌্যাবের চৌকস একটি অপারেশন দল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগারের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বিকাশ লেনদেনকে কেন্দ্র করে গুলিবর্ষণ, দোকানে অগ্নিসংযোগ

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন- গোদাগাড়ী থানার হাবাজপুর এলাকার ফাহারুল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ফাহারুল ইসলামের কাছ থেকে ৭৩ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, হেরোইনগুলো টাঙ্গাইল জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

আরও পড়ুনঃ  একদিনে আরো ৩৯১ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় যুক্ত ফাহারুল ইসলাম অভিনব কৌশলে মাদক পরিবহন করে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।