স্টাফ রিপোর্টার : নেত্রকোনা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে (১২) রাজশাহী থেকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় তাকে অপহরণের অভিযোগে মামলার প্রধান আসামী ধর্ষক ফয়সাল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ফয়সালের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি খামারপাড়া গ্রামে।
রোববার রাতে ফয়সালের বাড়ি থেকেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ৫ জুন ওই কিশোরীকে নেত্রকোনা থেকে অপহরণ করে নিয়ে আসেন ফয়সাল। তাকে তার বাড়িতে আটকে রেখে ধর্ষণও করা হয়। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা নেত্রকোনার আদালতে একটি পিটিশন মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব এ অভিযান চালায়।
গ্রেফতার আসামি এবং ওই কিশোরীকে নেত্রোকোনার পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#