নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৩:৩২। ৫ আগস্ট, ২০২৫।

নেত্রকোনায় অপহৃত কিশোরী রাজশাহীতে উদ্ধার, প্রধান আসামী গ্রেফতার

আগস্ট ৪, ২০২৫ ২:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : নেত্রকোনা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে (১২) রাজশাহী থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ সময় তাকে অপহরণের অভিযোগে মামলার প্রধান আসামী ধর্ষক ফয়সাল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ফয়সালের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি খামারপাড়া গ্রামে।

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মানজনক পুনর্বাসন হওয়া উচিত: তথ্য উপদেষ্টা

রোববার রাতে ফয়সালের বাড়ি থেকেই ওই কিশোরীকে উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিজয় র‍্যালি

র‌্যাব জানায়, গত ৫ জুন ওই কিশোরীকে নেত্রকোনা থেকে অপহরণ করে নিয়ে আসেন ফয়সাল। তাকে তার বাড়িতে আটকে রেখে ধর্ষণও করা হয়। এ ব্যাপারে ওই কিশোরীর বাবা নেত্রকোনার আদালতে একটি পিটিশন মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  ‘জুলাই আন্দোলনে মোবাইল সাংবাদিকদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’

গ্রেফতার আসামি এবং ওই কিশোরীকে নেত্রোকোনার পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।