নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১২:১৮। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগস্ট ৩১, ২০২৫ ২:৩১
Link Copied!

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় বলেও উল্লেখ করেন।

রোববার (৩১ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  ভরি ভরি সোনা বিক্রি করতে হয়েছিল অপু বিশ্বাসকে!

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে। কিন্তু অনেকেই সেটি না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।

আরও পড়ুনঃ  ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, সুফল পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

তিনি বলেন, সর্বশেষ সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল, সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবেলা করতে হবে। কারণ, তাদের একটি অংশ তো রয়ে গেছে।

আরও পড়ুনঃ  ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন

আগামী ৭ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, ওইদিন বড় করে এটি প্রচার করা হবে।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।