নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৬:২৮। ৮ আগস্ট, ২০২৫।

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত, ক্ষুব্ধ জাহ্নবী কাপুর

আগস্ট ৬, ২০২৫ ৯:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : এক ভয়াবহ সিদ্ধান্ত নিতে যাচ্ছে মরক্কো। রাস্তাঘাট পরিষ্কার রাখতে মেরে ফেলা হবে ৩০ লাখ কুকুর। এ খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে নিন্দা ও ক্ষোভ। আর এই প্রতিবাদে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

সামাজিক মাধ্যমে এ নিয়ে জাহ্নবী লিখেছেন, ‘এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!’

আরও পড়ুনঃ  দুর্গাপুরে শিক্ষা-উন্নয়ন-মানবিকতায় জেলা প্রশাসক আফিয়া

উল্লেখ্য, ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কো। তাই দেশের রাস্তাঘাট পরিষ্কার করতে এখনই উঠেপড়ে লেগেছে মরক্কো প্রশাসন। রাস্তা পরিষ্কার করার কর্মসূচির মধ্যে ৩০ লাখ কুকুর নিধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল

আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই প্রথম নয়। রাস্তার কুকুরের সংখ্যা কমাতে নানা রকম নৃশংস পথ অবলম্বন করেছে মরক্কো প্রশাসন। কখনও কুকুরদের বিষ দিয়ে, কখনও আবার তাদের গুলি করে, পিটিয়ে মারা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।