নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:২৭। ২ আগস্ট, ২০২৫।

৩৪ বল খেলতেই অলআউট ভারত

আগস্ট ১, ২০২৫ ৯:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : আগের দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। তার সঙ্গে আর ২০ রান যোগ করতেই আজ বাকি ৪ উইকেট হারিয়েছে ভারত। প্রথম দিনে ৬৪ ওভার খেলেছিল তারা। আর আজ মাত্র ৩৪ বল খেলতে পেরেছে তারা। তাতে আড়াইশ ছোঁয়ার আগেই অলআউট হয় শুবমান গিলের দল।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের মধ্যে প্রকাশিত হবে : মাহফুজ আলম

ওভাল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৬৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট শিকার করেছেন গাস আটকিনসন।

গত দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও করুন নায়ার আজ ভারতের হয়ে আবারো মাঠে নামেন। কিন্তু সকালে ইংলিশদের বোলিং তোপে কেউই তেমন একটা সুবিধা করতে পারেননি।

আরও পড়ুনঃ  হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের, চলবে বিশেষ অভিযান ও তল্লাশি

গত কালের ৫২ রানের সঙ্গে আজ আর ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন নায়ার। সবমিলিয়ে ১০৯ বলে ৫৭ রান করেছেন তিনি। সুন্দর আজ যোগ করতে পেরেছেন ৭ রান। তার ব্যাট থেকে এসেছে সবমিলিয়ে ২৬ রান।

আরও পড়ুনঃ  ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতেই পারেনি। পরের দুই ব্যাটার প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ রানের খাতাই খুলতে পারেননি। তাতে দ্রুতই অলআউট হয় ভারত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।