নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:৪৬। ৭ জুলাই, ২০২৫।

৭৮ বলে ১৪৩ করে শান্তর বিশ্ব রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

জুলাই ৬, ২০২৫ ৪:৫৫
Link Copied!

অনলাইন ডেস্ক : বয়স ভিত্তিক দল থেকেই প্রথমে লাইম লাইটে আসেন বৈভব সূর্যবংশী। তবে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেঞ্চুরি করে ১৪ বছর বয়সেই নাম আর খ্যাতি পেয়ে গেছেন এই ভারতীয় ক্রিকেটার। এবার ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গতকাল শনিবার ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। ইনিংসটি খেলার পথে ৫২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। যুব ওয়ানডের ইতিহাসে যা দ্রুততম শতক।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ, নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

১৪ বছর ১০০ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি। যুব ওয়ানডে ইতিহাসে এত কম বয়সে শতরান নেই আর কারও। পেছনে পড়ে যায় বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর ১৪ বছর ২৪১ দিন বয়সে করা সেঞ্চুরি।

ইনিংসটিতে ১৩ চারের সঙ্গে ১০টি ছক্কা মারেন সূর্যবংশী। যুব ওয়ানডেতে যা ভারতের হয়ে রেকর্ড। এখানে পেরিয়ে যান তিনি নিজেকেই। আগের ম্যাচেই ৩১ বলে ৮৬ রানের ইনিংসের পথে ছক্কা মেরেছিলেন ৯টি।

আরও পড়ুনঃ  জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে

এমন রেকর্ড গড়া ইনিংসের পর তিনি বলেন, ‘শতক করার পর আমার জানা ছিল না যে রেকর্ড গড়েছি। আমাদের ম্যানেজার আঙ্কিত স্যার পরে আমাকে বলেছেন যে আজকে আমি রেকর্ড গড়েছি। উদযাপনের তেমন কিছু নেই। প্রতি ম্যাচ যেরকম স্বাভাবিক থাকে, সেরকমই। আজকে স্রেফ একটু খুশি যে দলের জন্য ভালো কিছু করতে পেরেছি। বাড়িতে কথা বলব, বন্ধুদের সঙ্গে কথা বলব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।