নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৫:০২। ২১ নভেম্বর, ২০২৫।

আইরিশদের ফলো-অনে না ফেলে ব্যাটিংয়ে বাংলাদেশ

নভেম্বর ২১, ২০২৫ ৪:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : নতুন বল নিতেই শেষ ১৬ রানে ৩ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ফলে প্রথম ইনিংসে তারা ২৬৫ রানে অলআউট হয়ে গেছে। তখনও ২১১ রানে এগিয়ে থাকায় আইরিশদের ফলো-অনে ফেলতে পারত বাংলাদেশ। কিন্তু সেটি না করে নাজমুল হোসেন শান্ত’র দল দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে।

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ৪৭৬ রানে। এরপর মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে গতকাল (বৃহস্পতিবার) আয়ারল্যান্ড ৯৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে আজ (শুক্রবার) ঘুরে দাঁড়ায় অ্যান্ডি বালবার্নির দল। ষষ্ঠ উইকেটে স্টিফেন দোহানি ও লরকান টাকার মিলে ৮১ রানের জুটি গড়েন। ৪৬ রানে ব্যাট করা দোহানি তাইজুল ইসলামের বলে বোল্ড হতেই ভাঙে সেই জুটি। ক্রিজে নেমে কোনো রান যোগ না করতেই তাইজুলের বলে বোল্ড হন অ্যান্ডি ম্যাকব্রাইনও।

এবার টাকার জুটি বাধেন বোলিং অলরাউন্ডার জর্ডান নিলের সঙ্গে। দুজন মিলে যোগ করেন ৭৪ রান। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হওয়া নিল দ্বিতীয় ম্যাচেই প্রথম ফিফটি পেতে পারতেন। কিন্তু ৪৭ রানে থাকাবস্থায় নতুন বল হাতে নেয় বাংলাদেশ। নিলকে মুমিনুল হকের ক্যাচ বানিয়ে ফেরানোর মধ্য দিয়ে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান এবাদত হোসেন। ২৪৯ রানে অষ্টম উইকেট হারানে আইরিশরা আর ১৬ রান যোগ করতে পেরেছে।

গ্যাভিন হোয়ে ও ম্যাথু হাম্প্রিস আউট হওয়ার মধ্য দিয়ে তাদের ইনিংস শেষ হলেও, আরেক প্রান্তে ৭৫ রানে অপরাজিত ছিলেন টাকার। যা আইরিশদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান। ১৭১ বলে ৭টি চারের সাহায্যে এই ইনিংস সাজান উইকেটরক্ষক ব্যাটার টাকার। এ ছাড়া নিলের ৪৯ ও দোহানির ৪৬ রানই আইরিশদের পক্ষে উল্লেখযোগ্য রানের ইনিংস।

সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে টেস্টে বাংলাদেশের পক্ষে যৌথভাবে ২৪৭ উইকেট নিজের বাগে নিলেন তাইজুল ইসলাম। সমান ২৪৬ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দ্বারপ্রান্তে তাইজুল। এ ছাড়া প্রথম ইনিংসে খালেদ আহমেদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।