নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। ভোর ৫:১২। ১০ মে, ২০২৫।

ঈমামের বেতন তোলা নিয়ে দ্বন্দ্ব, দুজনকে কুপিয়ে জখম

মার্চ ৩১, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মসজিদের ঈমামের বেতন উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের পশ্চিম ধোপাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের ছেলে জুয়েল (৩৫) ও ভাতিজা মিজানুর রহমান (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

মসজিদের ঈমাম হাফেজ আলমগীর হোসেন বলেন, ‘এলাকার লোকজনের অনুদানে আমাদের বেতন দেওয়া হয়। অনেক মুসল্লি আছেন যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে চাঁদা দেন। এর মধ্যে গত কয়েক মাস থেকে কয়েকজন নিয়মিত চাঁদা দেয়নি। যার কারণে শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে ব্যবস্থাপনা কমিটিসহ কয়েকজন আলোচনায় বসেন। এই নিয়ে দুইটি পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সবাই নিজের বাড়ি চলে যায়। এরপর শুনেছি দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।’

মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘প্রতিবেশী আব্দুস সালাম ও তার অনুসারীরা গত কয়েক মাস থেকে ঈমামের বেতনের জন্য ধার্যকৃত টাকা দিচ্ছেন না। শুক্রবার টাকা চাওয়ায় তিনি কমিটির লোকজনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরই জেরে বিকেলে আমার ছেলে ও ভাতিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি রয়েছে।’

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।