নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:৪১। ১৮ নভেম্বর, ২০২৫।

এআই দিয়ে গ্রেপ্তারের ভিডিও তৈরি করে প্রবাসীর স্ত্রীর থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক

নভেম্বর ১৭, ২০২৫ ১০:৩৩
Link Copied!

বাগমারা প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় কান্নার একটি ভিডিও পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী হাফিজুর রহমান সৌদি আরবে কাজ করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) সকালে ইমো অ্যাপে হাফিজুরের নম্বর থেকে স্বপ্নার কাছে ভিডিও কল আসে। কল রিসিভ করতেই স্বপ্নাকে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায় হাফিজুরের হাতে হ্যান্ডকাফ, তিনি গ্রেপ্তার অবস্থায় কান্নাকাটি করছেন।

এক পর্যায়ে কলদাতারা স্বপ্নাকে জানায়, তার স্বামীকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে ৫৫ হাজার টাকা লাগবে। এখনই টাকা না পাঠালে হাফিজুরকে কারাগারে পাঠানো হবে। এরপর স্বপ্নাকে একটি মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়া হয়।

স্বপ্না দুই দফায় ওই নম্বরে ৫৫ হাজার টাকা পাঠান। দুপুরে নম্বরে যোগাযোগ করতে গেলে তা বন্ধ পান। এতে সন্দেহ হলে তিনি স্বামীর প্রকৃত নম্বরে কল দেন এবং সবকিছু জানান। তখন হাফিজুর ধারণা দেন কেউ তার ইমো নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে।

স্বপ্না খাতুন জানান, হাফিজুর ইমো অ্যাপ ব্যবহার করেন এবং নিয়মিত তার সঙ্গে কথা হয়। শনিবার (১৫ নভেম্বর) ওই নম্বর থেকেই কথা হয়েছিল। তাই সহজেই বিশ্বাস করেছিলেন। তাকে যে ভিডিওটি দেখানো হয়েছে, তা প্রথমে তার স্বামীরই মনে হয়েছে। হাফিজুর পরিবারকে জানিয়েছেন হ্যাকাররা বাংলাদেশ থেকেই এ কাজ করেছে। তিনি সৌদি আরবে সুস্থ ও নিরাপদ আছেন।

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, সম্ভবত এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে গৃহবধূকে দেখানো হয়েছে এবং প্রতারক টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে চলতি বছরের ২০ আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক প্রবাসীর ইমো আইডি হ্যাক করে এআই-সাজানো ভিডিও দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নেয় প্রতারক চক্র। ভুক্তভোগী বিউটি আক্তার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।