অনলাইন ডেস্ক : পুরুষ ক্রিকেটের তুলনায় ম্যাচ খেলার হার থেকে শুরু করে সুযোগ-সুবিধাসহ প্রতিটি ক্ষেত্রেই পিছিয়ে আছে নারী ক্রিকেট। ম্যাচের সংখ্যা কম হওয়ায় ওয়ানডেতে নারী ক্রিকেটারদের কেউ এখনও বছরে ১০০০ রান করতে পারেননি। ওয়ানডেতে এক বছরে সর্বোচ্চ ৯৭০ রান করার রেকর্ডটিও বেশ পুরোনো, ১৯৯৭ সালে করেছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। এবার তাকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্দানা।
ভারতীয় এই বাঁ-হাতি ব্যাটার গতকাল (বৃহস্পতিবার) প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েছেন। এখন নারী ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ (৯৮২) রান করার কীর্তিটি মান্দানার দখলে। একইসঙ্গে ফরম্যাটটিতে প্রথমবারের মতো এক বছরে ১০০০ রান করারও দ্বারপ্রান্তে আছেন তিনি। যার জন্য ২৯ বছর বয়সী তারকার স্রেফ ১৮ রান প্রয়োজন। চলমান ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বেই যে ভারতের আরও চার ম্যাচ বাকি।
প্রোটিয়ার মিডিয়াম পেসার আয়াবোঙ্গা খাকাকে রাউন্ড দ্য উইকেটে এসে ছয় হাঁকিয়ে বেলিন্ডা ক্লার্কের করা এক বছরে ৯৭০ রানের সীমা পেরিয়ে যান স্মৃতি মান্দানা। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় এই ওপেনার। চলমান বিশ্বকাপে ফর্ম খুঁজে ফেরা মান্দানা আউট হয়েছেন ৩২ বলে ২৩ রান করে। এই বছর ওয়ানডেতে ১২ ম্যাচ খেলে তার রান দাঁড়াল ৯৮২–তে। এর আগপর্যন্ত অজি ব্যাটার বেলিন্ডা ক্লার্কের (১৯৯৭ সালে ১৬ ওয়ানডেতে ৯৭০ রান) রেকর্ড অক্ষুণ্ন ছিল ২৮ বছর।
মাঝে অবশ্য ক্লার্ককে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক লরা উলভার্ট। ২০২২ সালে তিনি ১৮ ওয়ানডেতে ৮৮২ রান করেন। এক বছরে মেয়েদের ওয়ানডেতে শীর্ষ রানসংগ্রাহকদের এই তালিকায় এরপর আছেন– নিউজিল্যান্ডের ডেবি হকলি (১৯৯৭ সালে ১৬ ম্যাচে ৮৮০) ও অ্যামি স্যাটার্ডহোয়াইট (২০১৬ সালে ১৫ ম্যাচে ৮৫৩), অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক (২০০০ সালে ১৬ ম্যাচে ৮৪২) এবং ইংল্যান্ডের ন্যাট-শাইভার ব্রান্ট (২০২২ সালে ১৭ ম্যাচে ৮৩৩)।
ছেলেদের ওয়ানডে ক্রিকেটে অবশ্য বছরে ১০০০ রানের কীর্তিটা এখন আর বড় কিছু নয়। এখন পর্যন্ত ১৪৯ বার ওই নজির দেখা গেছে। এর মধ্যে ৮ বার এক বছরের ব্যক্তিগত রান ১৫০০–ও পেরিয়েছে। এর কারণ নারী ক্রিকেটে ওয়ানডে খেলার সুযোগ কম পাওয়া। ২০০০ সালে ইংল্যান্ড প্রথম এক বছরে সর্বোচ্চ ২৪টি ওয়ানডে খেলেছে। ভারত সর্বোচ্চ ২৩ ওয়ানডে খেলেছে ২০০৬ সালে।
এদিকে, স্মৃতি মান্দানার ইতিহাস গড়ার দিনে অবশ্য হেরে গেছে ভারত। ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর রিচা ঘোষের ৯৪ রানে ভরে হরমনপ্রিত কৌরের দল ২৫১ রান তোলে। যা অধিনায়ক লরা উলভার্টের ৭০ এবং নাদিনে ডি ক্লার্কের ৮৪ রানে ভর করে ৩ উইকেট ও ৭ বল হাতে রেখে পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা।