নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। দুপুর ২:২৮। ১৪ মে, ২০২৫।

এখন কোনো মানুষ না খেয়ে থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নভেম্বর ২৬, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি বলেছেন, প্রান্তিক মানুষের সুখে-দুঃখে আমরা আছি। এখন কোনো মানুষ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন করেছে।

শনিবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে নিজ বাসভবনে নদী ভাঙন কবলিত এলাকার অসহায় দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কার্যক্রমের আওতায় আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুনঃ  তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী

চেক বিতরণ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের সদিচ্ছা যদি না থাকে, তা হলে সহায়তা দেয়া যায় না। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে বলে আজকে ৪৮টি পরিবারকে ৫০ হাজার টাকা করে ২৪ লাখ টাকা আমরা আর্থিক সহায়তা হিসাবে পৌঁছে দিতে পারছি।

শাহ্রিয়ার আলম বলেন, বিশে^ অর্থনৈতিক মন্দা চলছে, কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক বলিষ্ঠ অবস্থানে আছে। করোনাকালীন সময়ে কিছুটা সমস্যা হলেও এখন আর কোনো সমস্যা নেই।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আগেই আম পাড়ছেন অসাধু ব্যবসায়ীরা

সারাবিশে^ খাদ্যে বিপর্যয় হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে খাদ্যের সমস্যা নেই, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবার চট্টগ্রামের মতো এলাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। আগে প্রতি বিঘায় যেখানে ৮ থেকে ১০ মণ ধান হতো, এখন সেখানে হয় ২০ থেকে ২২ মণ।

সরকার সকল পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, যারা পণ্য কিনতে পারে না, তাদের জন্য ভর্তুকির ব্যবস্থা করেছে সরকার। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটি উজ¦ল নক্ষত্র, বর্তমানে দেশ যে অবস্থায় আছে, এ অবস্থায় চললে গত ১০ বছরের চেয়ে এখন বেশি উন্নয়ন হবে বলে এ সময় তিনি জানান।

আরও পড়ুনঃ  হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নদী ভাঙন কবলিত এলাকার দুস্থ অসহায় মানুষেরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।