নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১২:১৫। ৬ নভেম্বর, ২০২৫।

ট্রিলিয়ন ডলার জিডিপি’র পথে

জুন ১১, ২০২৩ ১:৪১
Link Copied!

মোঃ তৌহিদুজ্জামান : সংখ্যা হিসেবে কেনা-বেচা হয় এমন পণ্য ক্রয়-বিক্রয়ে কিছুদিন আগেও আমাদের গ্রামাঞ্চলে ‘কুড়ি’ সংখ্যাটার বহুল ব্যবহার পরিলক্ষিত হতো। এটা ‘কুড়ি’ প্রীতি ছিল বিষয়টা কিন্তু তেমন নয়, বরং তখন লেনদেনের সাথে যুক্ত মানুষগুলোর একটা বড় অংশ কুড়ির (২০) বেশি গুনতে পারত না। অনেকেই এক কুড়ি, দুই কুড়ি- এ ভাবেই টাকার হিসাব করত। ছোট ছোট লেনদেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর ছোট থাকায় তখন কুড়ি পর্যন্ত গণনা পারলেই দৈনন্দিন লেনদেন ও অন্যান্য হিসাব নিকাশ চালিয়ে নেওয়া সম্ভব ছিল। কিন্তু বিশ^ অর্থনীতি এখন এতটাই প্রসারিত হয়েছে যে, সেই ‘কুড়ি’ তো দূরের কথা অযুত, লক্ষ, নিযুত, কোটি-সংখ্যার এসব বড় স্থানীয় মানও অর্থনীতির কোনো কোনো সূচক পরিমাপে আর যথেষ্ট নয়। উদাহরণ হিসেবে জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের কথা বলা যায়। বৈশি^ক তো বটেই পৃথিবীর প্রথম সারির কিছু দেশের জিডিপি এখন ট্রিলিয়নে হিসেব করতে হচ্ছে। ১০০ কোটিতে ১ বিলিয়ন সেখান থেকে ১০০০ বিলিয়নে ১ ট্রিলিয়ন।

জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি ভৌগলিক অঞ্চলের মধ্যে উৎপাদিত পণ্য ও সেবার বাজার মূল্য। এর সাহায্যে আমরা একটি দেশের অর্থনীতির আকার, অর্থনীতির প্রসার বা সংকোচন-এসব সম্পর্কে ধারণা পেয়ে থাকি।

ট্রিলিয়ন ডলার জিডিপি সহজে মুখে বলা যায় কিন্তু তা অর্জন মোটেই সহজ কথা নয়। বিশ্ব ব্যাংকের হিসেবে ২০২২ সালে এসে পৃথিবীর ১৯১ টি দেশের মধ্যে মাত্র ১৭ টি দেশের জিডিপি ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছে। ১৭টি দেশের মধ্যে জি-৮ এবং ব্রিকস (দক্ষিণ আফ্রিকা ছাড়া) দেশগুলোর বাইরে মাত্র কয়েকটি দেশ রয়েছে তা বলাই বাহুল্য। বর্তমান পৃথিবীর সবচেয়ে জনবহুল এবং আমাদের আয়তনের ২২গুণ বৃহৎ দেশ ভারতের জিডিপিও ২০০৭ সালের আগে ট্রিলিয়ন ডলারের নিচে ছিল। এমনকি ১৯৬০ সালে সারা পৃথিবীর জিডিপিই ছিল মাত্র ১.৩৯ ট্রিলিয়ন ডলার। এসব তথ্য থেকে এ ধারণা স্পষ্ট যে, যেসকল দেশের জিডিপি ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে তারা বিশে^র এক অনানুষ্ঠানিক অভিজাত ক্লাবের সদস্য।

মাত্র দেড় দশক আগেও অদূর ভবিষ্যতে এই ট্রিলিয়ন ডলার জিডিপি অর্জন আমাদের জন্য ছিল শুধু অলীক কল্পনা। কারণ দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার জিডিপিকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করতে সময় লেগেছে ৩৮ বছর। কিন্তু বিশে^র অনেক গবেষণা প্রতিষ্ঠানের প্রক্ষেপণ বলছে, সেই অধরা আমাদের একেবারে নাগালের মধ্যে চলে এসেছে। এক্ষেত্রে সর্বাধিক আশাব্যঞ্জক প্রক্ষেপণটি করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ। প্রতিষ্ঠানটির ডিসেম্বর ২০২২ মাসের প্রতিবেদন অনুসারে ২০৩৭ সালে বাংলাদেশের জিডিপির আকার হবে ১.৬২৮ ট্রিলিয়ন ডলার যা বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্বের ২০তম বৃহৎ অর্থনীতির দেশে।

ট্রিলিয়ন ডলার ক্লাবের এ পথটি আমাদের জন্য কোনো দৈবক্রম নয় বরং গত দেড় দশকে দেশকে পরনির্ভরতার ভ্রান্তি দূরে সরিয়ে আত্ননির্ভরশীল করার প্রত্যয়ে সরকারের সৃনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়নের ফলেই এ সম্ভাবনাটি তৈরি হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার রূপকল্প ট্রিলিয়ন ডলার জিডিপি’র পথকে মসৃণ করেছে।

১৯৭২ সালে আমাদের জিডিপি ছিল তখনকার বিশ্ব জিডিপি’র মাত্র ০.১৮ শতাংশ। ২০০৯ সালে যখন জিডিপি ১০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইল ফলক স্পর্শ করে তখন বৈশি^ক ক্রমতালিকায় আমাদের অবস্থান ছিল ৬০তম স্থানে। এর পরের দেড় দশকে ঘটেছে ব্যাপক পরিবর্তন। পরবর্তী ১৪ বছরে জিডিপি চার গুণের বেশি বৃদ্ধি পেয়ে ২০২১-২০২২ অর্থবছরে তা ৪৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয় এবং জিডিপি’র বিশ^ ক্রমতালিকায় ৩৫ তম স্থানে উঠে আসে দেশ। এ সময় বৈশ্বিক জিডিপিতে আমাদের হিস্যা বেড়ে হয়েছে ০.৪৪ শতাংশ।

সেন্টার ফর ইকোনমিক্স এন্ড বিজনেস রিসার্চ এর প্রতিবেদনে ২০৩৭ সালে যখন আমাদের জিডিপি ১.৬২৮ ট্রিলিয়ন ডলার প্রক্ষেপণ করা হয়েছে সেসময় সারা পৃথিবীর জিডিপি প্রক্ষেপণ হচ্ছে ২০৬ ট্রিলিয়ন অর্থাৎ সেসময় বিশ্ব জিডিপিতে আমাদের হিস্যা আরো বেড়ে হবে ০.৭৯ শতাংশ। প্রতিবেদনটিতে ২০৩৭ সাল পর্যন্ত বছর ভিত্তিক প্রক্ষেপন প্রকাশ না করায় ঠিক কোন সালে বাংলাদেশের জিডিপি ট্রিলিয়র ডলার স্পর্শ করবে সেটা উল্লেখ নেই। তবে ৯-১০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি থাকলে এটা যে ২০৩০ সালের পরপরই হবে তা সহজে অনুমেয় এবং এই পরিমান বা তার বেশি প্রবৃদ্ধির সব পূর্বশর্তই এখন দেশে বিদ্যমান। এমনকি অপরাপর প্রতিষ্ঠানের প্রক্ষেপণ অনুসারে প্রবৃদ্ধি যদি ৫ শতাংশের নিচে নেমে যায় তবুও ২০৪০ সালের মধ্যেই এটি অর্জিত হবে। একদা বিশ্বের দরিদ্রতম দেশ শ্রেণীর সদস্য বাংলাদেশের জন্য সেটাও কম গর্বের নয়।লেখক: উপপ্রধান তথ্য অফিসার
আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী।-পিআইডি, রাজশাহী

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।