নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৯:২২। ১৬ জানুয়ারি, ২০২৬।

তানোরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযানে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

জানুয়ারি ১৫, ২০২৬ ১০:৫৭
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর তানোরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন প্রশাসন।

রাজশাহীর তানোর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বহনের দায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে পাঁচ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করে মেশিন দুটি বিকল করে দেওয়া হয়।

বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

আরও পড়ুনঃ  তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির ডাঙ্গা অংশ থেকে রাতের আঁধারে কেটে নেওয়া মাটি তামান্না হিমাগারের জমি ও পাশ্ববর্তী জলাশয় ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে কোনোভাবেই অবৈধভাবে মাটি কাটার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে : মির্জা ফখরুল

অবৈধভাবে মাটি কাটা ও বহনের দায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে পাঁচ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ করে মেশিন দুটি বিকল করে দেওয়া হয়।

বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির ডাঙ্গা অংশ থেকে রাতের আঁধারে কেটে নেওয়া মাটি তামান্না হিমাগারের জমি ও পাশ্ববর্তী জলাশয় ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশসহ বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে কোনোভাবেই অবৈধভাবে মাটি কাটার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।