নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৫২। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দর টানা ৮দিন বন্ধ

সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৫:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম টানা ৮দিন বন্ধ থাকবে। পূজা উপলক্ষে সরকারি ছুটি ২ দিন, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং উভয় দেশের আমদানি-রফতানিকারকদের সমঝোতায় আরও ৪ দিন করে মোট ৮ দিন এই ছুটি নির্ধারিত হয়েছে। ফলে, ২৬ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু করে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে কোন পণ্য আমদানি ও রফতানি করা হবে না।

আরও পড়ুনঃ  ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় যথারীতি বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম চালু হবে। তবে, সোনামসজিদ ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনই চালু থাকবে। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন, দূর্গাপূজাতে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট ৪ দিন ছুটি নির্ধারিত আছে। কাস্টমস থেকে প্রেরিত পত্রে তা বলা হয়েছে। কিন্তু, ভারতের মহদিপুর রফতানিকারক সমিতির দেওয়া পত্রে আরও ৪ দিন আমদানি-রফতানি বন্ধের কথা বলা আছে। এ নিয়ে বন্দর দিয়ে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দর কাস্টমসের পত্র মোতাবেক দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১ ও ২ অক্টোবর।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালন

এ সময় বন্দরে আমদানি ও রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ভারতের মহদিপুর রফতানিকারক সমিতি দুর্গাপূজা উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তাদের বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখবে জানিয়ে চিঠি দিয়েছে। তাই, সব মিলিয়ে মোট ৮ দিন সোনামসজিদ স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্ধের মধ্যে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড, আনলোড, পরিবহন, গুদামজাতকরণসহ কিছু নিজস্ব কার্যক্রম চালু থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।