নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:৪১। ১৯ অক্টোবর, ২০২৫।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারঘাটে গ্রীন ফোর্সের মতবিনিময় সভা

অক্টোবর ১৮, ২০২৫ ৮:৪০
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়”—এই প্রতিপাদ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর চারঘাটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা হলরুমে গ্রীন ফোর্স বাংলাদেশ, চারঘাট উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান, এবং প্রধান আলোচক ছিলেন ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস. এম. হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স রাজশাহী বিভাগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, রাজশাহী জেলা কমিটির সভাপতি নুরুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে মিকাইল রহমান বলেন, “গ্রীন ফোর্স বাংলাদেশ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া যাবে না। জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এই শত্রুকে পরাজিত না করতে পারলে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়।”

সভায় অন্যান্য বক্তারাও বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির ক্যান্সার ছড়িয়ে পড়েছে। রাস্তা নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি অফিস এমনকি বিচার ব্যবস্থাও এর বাইরে নয়। ঘুষ ছাড়া এখন ন্যায্য সেবা পাওয়া কঠিন হয়ে উঠেছে।

তাঁরা আরও আহ্বান জানান, “দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

সভা শেষে গ্রীন ফোর্সের পক্ষ থেকে আগামী দিনে দুর্নীতিবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।