নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:১৮। ১৮ নভেম্বর, ২০২৫।

পবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারে দুইটি করে ছাগল বিতরণ

নভেম্বর ১৮, ২০২৫ ৫:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়নে ছাগল ও বাসস্থানে ব্যবহারের উপযোগী ফ্লোরম্যাট বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন ডিটিএলপি প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ৮০ জন সুফলভোগীর প্রত্যেককে দুইটি করে মোট ১৬০টি ছাগল এবং বাসস্থানের জন্য পাঁচটি করে ফ্লোরম্যাট দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, “সরকার পিছিয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই ছাগলগুলো তাদের কাছে আমানত। সঠিকভাবে লালন-পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে। বিক্রি বা জবাই না করার শর্তেই এগুলো প্রদান করা হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “যাচাই-বাছাই করে প্রতিটি ছাগলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিতরণের পর ১৪ দিনের মধ্যে কোনো ছাগল অসুস্থ হলে বা মারা গেলে আমরা তা পরিবর্তন করে দেব।” তিনি আরও জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জীবনমান উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যেই এই প্রকল্পের আওতায় ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকবে।

ছাগল হাতে পেয়ে নওহাটা পৌরসভার তেলিপাড়া এলাকার সুবিধাভোগী শ্রীমতি শুকমনি বলেন, “আমরা সবসময় সহযোগিতার বাইরে ছিলাম। এবার প্রথমবারের মতো ছাগল পেয়ে খুব খুশি হয়েছি। ঠিকভাবে লালন-পালন করলে আমাদের পরিবারের আয়ের নতুন পথ খুলবে।”

মহানন্দাখালী এলাকার আরতী রানী জানান, “অনেক দিন ধরে এমন সহযোগিতা পাওয়ার অপেক্ষায় ছিলাম। ছাগলগুলো বড় হলে বিক্রি না করে বংশবৃদ্ধি করে পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা আনার চেষ্টা করব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, উপজেলা সমাজসেবা অফিস মোহাম্মদ হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালীউল্লাহ মোল্লা, নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।